
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়রের দপ্তরে মেয়র, মেয়র পরিষদের সদস্যরা এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। মেয়র বিধান উপাধ্যায় জানান বিদ্যুৎ দপ্তর আসানসোল জুড়ে আন্ডারগ্রাউন্ড কেবল তার নিয়ে যাবার কারণে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছেন বৃষ্টির জন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে কিছু কাজ হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে তাই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে বাকি কাজ পূজোর পর করতে আপাতত যেখানে কেবল বার করা রয়েছে মাটি খুঁড়ে রাস্তায় রেখে যাতায়াতের অসুবিধা হচ্ছে সেসব কাজ অবিলম্বে শেষ করতে।
Leave a Reply