

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ও আসানসোলে এক অভূতপূর্ব ঘটনায় পুলিশ প্রশাসন দ্বিধায় পড়ে গেছেন। আমরা এতদিন শুনে এসেছি ব্যাক্তিগত গাড়ী হাইজ্যাক করে দুস্কৃতিরা মুক্তিপণ দাবি অথবা অসামাজিক কার্যকলাপে ব্যাবহার করে কিন্তু সোমবারের এক ঘটনায় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ মহল রীতিমতো হতভম্ব হয়ে গেছে। ঘটনা কাঁকসা থানার কাছে জাতীয় সড়কে পুলিশের স্টীকার লাগানো একটা সাদা রংয়ের গাড়ী দাঁড় করানো ছিল হঠাৎ কয়েকজন দুস্কৃতি গাড়ীটা নিয়ে পালিয়ে যায় আসানসোলের পথে কিন্তু গাড়ীতে কিছু গন্ডগোলের কারণে গাড়ী দাঁড়িয়ে পড়ে অনেক চেষ্টা করার পর গাড়ী চালু না হওয়াতে গাড়ীটা সেখানে রেখে দিয়ে পালিয়ে যায় দুস্কৃতিরা।



গাড়ী হাইজ্যাক হবার পর কাঁকসা থানার পুলিশ বিভিন্ন থানায় খবর দেওয়াতে পুলিশের চেকিং শুরু হয় অবশেষে আসানসোল বাজারের শেষের দিকে গাড়ী উদ্ধার করা হয়। গাড়ী হাইজ্যাক হবার ব্যাপারে পুলিশ প্রশাসন মুখে কুলুপ এঁটেছেন এমনকি ডিসি ( সেন্ট্রাল) ধ্রুব দাসও কিছু বলতে চাইছেন না অথচ পুলিশ প্রশাসন জানাচ্ছে গাড়ী থেকে দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কিন্তু এর সত্যতার ব্যাপারে কোন আধিকারিক কিছু মন্তব্য করতে অস্বীকার করছেন।

Leave a Reply