

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- প্রত্যেক বছর দূর্গাপূজার আগে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে প্রতিমা বিসর্জ্জনের সুবিধার্থে এলাকার পুকুর পরিস্কার করা হয় আসানসোল পৌরনিগমের ৫৬ নং ওয়ার্ডের ছিন্নমস্তিকা পুকুরে প্রত্যেক বছর এলাকার দূর্গাপূজা কমিটির সদস্যরা ধূমধাম সহকারে তাদের প্রতিমা বিসর্জ্জন করে এবং কালিপূজার পর ছট পূজার সময় শ্রদ্ধালুরা পুকুরের ঘাটে পূজা করে থাকেন। প্রত্যেক বছর পুকুরের রক্ষণাবেক্ষণ না হবার কারণে পুকুরে পানাতে ভর্তি হয়ে যায় এবং প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে পুকুর পরিস্কার করা হয়ে থাকে। রবিবার ৭নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস, দিলীপ ঠাকুর, চন্দন তিওয়ারি এলাকার ছিন্নমস্তিকা পুকুরে পরিস্কারের কাজ পরিদর্শন করলেন। বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে দূর্গাপূজার সময় যাতে দোলা পুকুরে এনে স্নান করানো থেকে বিসর্জ্জনের কোন অসুবিধা না হয় তাই নির্দেশ দিয়েছেন প্রত্যেক পুকুর পরিস্কার করা এবং পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করতে সেই নির্দেশ অনুসারে পুকুরের পরিস্কারের কাজ হচ্ছে। আপাতত দূর্গা প্রতিমা বিসর্জ্জনের জন্য কিছুটা জায়গার পানা পরিস্কার করা হবে পূজোর পর ছট পূজার আগে পুরো পুকুর পরিস্কার করা হবে।



গ্রামের পুকুরে শোনা যায় শরিকী পুকুর এর মূল মালিক আসানসোল পৌরনিগমের সাথে চুক্তি করলে তাহলে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে পুকুরের রক্ষণাবেক্ষণ এবং মাছ চাষের জন্যে নিলাম করা হতো কিন্তু প্রকৃত মালিকের সদিচ্ছার অভাবে পুকুর রক্ষণাবেক্ষণ করা হয় না আর প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে দূর্গাপূজা ও ছট পূজার সময় পুকুর পরিস্কার করা হয়ে থাকে। কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস জানান গ্রামবাসীরা একত্রিত হয়ে আসানসোল পৌরনিগমের সাথে চুক্তি করলে পুকুরের রক্ষণাবেক্ষণ করা হবে সাথে মাছ চাষ করা হবে। প্রত্যেক বছর দূর্গাপূজা এবং ছট পূজার আগে পুকুর পরিস্কার করা হয়ে থাকে।

Leave a Reply