
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :–রবিবার দিল্লিতে কোল ইন্ডিয়ার আধিকারিকদের মধ্যে ম্যারাথন বৈঠকে গত বছরের মতো এই বছরও খনি কর্মী দের ৯৫ হাজার টাকা বোনাস দেবার কথা ঘোষণা করা হয়। কোল ইন্ডিয়ার বিভিন্ন ইউনিয়ন এক লক্ষ টাকা বোনাসের দাবি করছিল কতৃপক্ষের কাছে প্রায় তিন ঘন্টা ধরে ম্যারাথন বৈঠকে এক লক্ষ বোনাসের দাবি করা হয় কিন্তু প্রবন্ধক কমিটির সদস্যরা ইউনিয়নের দাবি মানতে অস্বীকার করে অবশেষে গত বছরের মতো এই বছর ৯৫ হাজার টাকা বোনাসের কথা ঘোষণা করা হয়। কতৃপক্ষের এই ঘোষনায় মর্মাহত খনি কর্মীরা তারা আশা করেছিল ২০২২ সালে ৭৬,৫০০ টাকার থেকে ২০২৩ সালে একেবারে সাড়ে আট হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হয়েছিল এই বছর তারা আশা করেছিল এক লক্ষ টাকা বোনাস কিন্তু তাদের সব স্বপ্ন ভেঙে দিয়ে ৯৫ হাজার টাকা বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয় এবং খুব শীঘ্রই সমস্ত খনি কর্মীদের ব্যাংক এ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।




Leave a Reply