পাবলিক নিউজঃ আউসগ্রাম :–দুস্থ মেধাবী ছাত্রীথ পাশে দাঁড়ালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন। কাঁকসা থানার হাজরাবেরা গ্রামের বাসিন্দা জুলি পাল নামে ওই ছাত্রীর হাতে আব্দুল লালন আর্থিক সাহায্য তুলে দিলেন। জুলি জানিয়েছেন বিএড পড়ার সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারবেন কিনা তানিয়ে দুঃচিন্তায় ছিলেন। এই খবর পেয়ে আব্দুল লালন তাকে ভর্তি ফিএর টাকা এদিন বৃহস্পতিবার ওই ছাত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন বি এড পড়ার খরচ তিনি বহন করবেন।


জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে আউশগ্রামের অমরপুর অঞ্চল এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয়। এনিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, সিডিপিও মহম্মদ ইমরান। এই অনুষ্ঠানের মধ্যেই জুলি পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন আব্দুল লালন।
কাঁকসা থানার হাজরাবেরা গ্রামে বাড়ি জুলির। বাবা পরেশ পাল রঙমিস্ত্রির কাজ করেন। খুব গরিব পরিবার। আর কষ্ট করেই ইংরেজি বিষয়ে এম এ পাশ করেছেন জুলি। এরপর বিএডের জন্য আবেদন করেছিলেন। বর্ধমানে বি এডের জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু অ্যাডমিশন ফি এর টাকা পর্যন্ত ছিল না। স্থানীয় এলাকা থেকে এই খবর পান গেঁড়াই গ্রামের বাসিন্দা আবদুল লালন। আবদুল লালন বলেন,”জুলিকে বলেছি বিএড পড়ার জন্য যা খরচ হবে সবটার ব্যবস্থা করে দেব।”