

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ব্যাবসায়ীর বাড়ীতে দুস্কৃতি হামলা, অভিযোগ থানায়।বুধবার রাত্রে আসানসোলের হোটেল ব্যাবসায়ীর বাড়িতে আচমকা দুস্কৃতিরা হামলা চালায় কেউ আহত না হলেও বাড়ীতে বারান্দার, জানলার সব কাঁচ ভেঙে গেছে। আসানসোল শহরের হোটেল ব্যাবসায়ী মহেন্দ্র কুন্দরা জানান বুধবার এগারোটা নাগাদ হঠাৎ তার বাড়ীতে ইট পাথর ছোড়া শুরু হয়, বারান্দায় কাঁচের দরজা, কাঁচের জানালা সব ভেঙে যায় তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি জানান সম্প্রতি আসানসোল ক্লাবের নির্বাচনের দিন কিছু অশান্তি হয় সেই কারণে হয়তো ভয় দেখাবার জন্য এই হামলা। তিনি আশঙ্কা করছেন আগামী দিনে তাকে হয়তো রাস্তায় হামলা করতে পারে। আসানসোল দক্ষিণ থানার আধিকারিক তদন্ত করছেন। আসানসোল শহরে মধ্য রাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো দুই



অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাত তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রার বাড়িতে। হামলার গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ব্যবসায়ীর তরফে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরে বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাড়িতে যায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, দুই দূষ্কৃতি বাইরে থেকে ব্যবসায়ীর বাড়ির ভেতরে মদের বোতল ছুঁড়ে ফেলে। তাতে ব্যবসায়ীর বাড়ি ও গাড়ির বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীর দাবি।
এই প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, রাত তিনটে নাগাদ দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি গাড়ি করে আমার বাড়ির সামনে আসে। তারা গাড়ি থেকে নেমে মদের বোতল ভেঙে আমার বাড়ির ফেলে দেওয়া হয়। তাতে আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক দূষ্কৃতির মাথায় হেলমেট পড়া ছিলো ও একজনের মুখ রুমালে ঢাকা ছিলো। সকালে ঘটনার আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে আসে পুলিশ। তবে ঠিক কি কারণে এই ঘটনা তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি। তবে এই ঘটনায় একদিকে যেমন ব্যবসায়ীর পরিবারের সদস্য আতঙ্কিত হয়ে পড়েছেন, তেমনি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঐ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে, জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনা কি কারণে হয়েছে।
