তর্পনের আগে বার্ণপুরের দামোদর নদীর ঘাট মেরামত করা হবে।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- গত ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ এই সময়ে হিন্দু ধর্মের মানুষরা তাদের পূর্ব পুরুষদের আশীর্বাদ পেতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন অনেকে পিতৃপক্ষতে বিহারের গয়াতে গিয়ে পূর্ব পুরুষদের আশীর্বাদ পেতে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধর কাজ করে থাকেন,কথিত আছে গয়ার ফল্গু নদী তর্পণ ও শ্রাদ্ধ করার উত্তম এবং প্রশস্ত । মহালয়ার দিন পিতৃপক্ষের অন্তিম দিন সেইদিন গয়াতে ফল্গু নদীতে তর্পণ করার জন্য ভীড় লক্ষণীয় তবে গয়ার ফল্গু নদী থেকে শুরু করে দেশের সব নদীর ঘাটে তর্পণ করা যায়।

পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের দামোদর নদীর ঘাটে আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দারা সকাল থেকে নদীর ঘাটে তর্পণ করার উদ্দেশ্যে জমায়েত হন। আগামী ২ রা অক্টোবর তর্পনের দিন সেদিন পূণ্যর্থীদের কোন অসুবিধা না হয় তার আগে আসানসোল পৌরনিগমের ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ীর নেতৃত্বে আসানসোল পৌরনিগমের কাউন্সিলর ও ইঞ্জিনিয়ার এবং সাফাই কর্মীরা বিভিন্ন ঘাট পরিদর্শন করে অবিলম্বে সব ঘাট মেরামত ও পরিস্কার করার নির্দেশ দিয়েছেন।

বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ীর সাথে কাউন্সিলর দিলীপ ওরাং, গুরমিত সিং, দিলীপ কুমার ঠাকুর, চন্দন তিওয়ারি বিভিন্ন ঘাট পরিদর্শন করে তর্পনের আগে সব ঘাট পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts