

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার আসানসোল আদালত চত্বরে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মদিবস উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান।


তিনি জানান পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্য আমরা বাংলা ভাষা শিখতে পেরেছি, তিনি প্রথম বিধবা বিবাহ আইন লাঘু করা, নারী শিক্ষা, সমাজের সবাইকে শিক্ষিত করার উপর জোর দিয়েছিলেন, বর্ণপরিচয় বই লিখে সমাজের সবাইকে শিক্ষিত করার প্রচেষ্টা, বিভিন্ন বই লেখা, সমাজের উন্নয়নের উপর জোর দিয়েছিলেন তার দেখানো পথে চলে আজ আমরা বুঝতে পারছি তার অবদান।
মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা নাই তাঁর সমাজের উন্নয়নের চিন্তাধারা আগামী প্রজন্ম তার উপর কৃতজ্ঞ থাকবে। মাল্যদান অনুষ্ঠানে কাউন্সিলর ববিতা দাস, গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডঃ পি কে দে সরকার সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
