

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ।বুধবার দুপুরে পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল বার করেন। আদিবাসী লোকশিল্পী সংঘ তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন। আদিবাসী লোকশিল্পী সংঘের দাবি আদিবাসী লোক শিল্পীদের যথাযোগ্য সম্মান দিতে হবে, তাদের পরিচয়পত্র দিতে হবে, সরকার থেকে তাদের ভাতা চালু করতে হবে তাছাড়া আদিবাসী লোকশিল্পীদের বিভিন্ন সরকারি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।
আদিবাসী লোকশিল্পীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে সরকারি প্রকল্পের প্রচার করলেও তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না তাই তাদের দাবি আদিবাসী লোক শিল্পীদের পরিচয়পত্র ও ভাতা চালু করতে হবে।


তিলোত্তমার বিচারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের জনগণ। গত আগষ্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করার পর দোষীকে গ্রেপ্তার করা হলেও প্রকৃত দোষীদের বিচারের দাবিতে সারা বিশ্বের জনগণ সোচ্চার হয়েছে বুধবার আসানসোলের আদিবাসী সম্প্রদায়ের জনগণ তিলোত্তমার বিচারের দাবিতে পদযাত্রা করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান। আদিবাসী সম্প্রদায়ের জনগণের দাবি আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে যেভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তা নিন্দনীয় ও পৈশাচিক প্রকৃত দোষীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে শুধু তিলোত্তমা নয় আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষণকারীদের বিচারের দাবির সাথে আদিবাসী সম্প্রদায়ের জনগণকে সীকৃতি দিতে হবে তাদের আলচিকি ভাষাকে সরকারি সীকৃতীর দাবি নিয়ে এক স্মারকলিপি জমা দেওয়া হয়।
