
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী/প্রকাশ দাস আসানসোল :–আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। গত শুক্রবার রাত ৯ টায় কুলটির চিনাকুড়ি 9/10 এলাকায় দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।গুলিবিদ্ধ ব্যক্তি এখনও চিকিৎসাধীন।গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নোনিয়া, চিনাকুড়ি নোনিয়া বস্তির বাসিন্দা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এর পর ঘটনাস্থল চিনাকুড়ি এলাকায় দুষ্কৃতীদের তল্লাশিতে অভিযান চালায় কুলটি থানার নিয়ামতপুর পালি পুলিশ অবশেষে গতকাল অবশেষে গতকাল সোমবার রাত্রে এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। চিনাকুরি ননিয়া বস্তির বাসিন্দা গোপাল মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। আজ মঙ্গলবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং ৬ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ


