

পাবলিক নিউজঃ দূর্গাপুর :- দুর্গাপুর স্টেশন বাজারে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি লক্ষাধিক টাকা। দমকল পৌঁছতে দেরি করেছে বলে অভিযোগ ব্যাবসায়ী ও স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্ষোভের মুখে দমকল কর্মীরা
শুক্রবার সাতসকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, প্রত্রিভ্রমনে বেরিয়ে প্রথম স্থানীয়রা দেখতে পান দোকানের ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে, এরপর তারা কোকওভেন থানায় খবর দেন, খবর দেওয়া হয় দমকল কর্মীদের।


অভিযোগ, ভোর সাড়ে পাঁচটাতে দমকল কে খবর দেওয়া হলো ঘটনাস্থলে দমকল কর্মীরা প্রায় ঘন্টা দেড়েক পর আসেন, এতে ভয়াবহতা আরো বাড়ে, দোকানের সামনের অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে নাহলে পরিস্তিতি আরো ভয়ঙ্কর হতে পারতো, কারণ আগুনের লেলিহান শিখা পাশের ইলেকট্রিক পোলে লেগে যেতে পারতো বলেও দাবি করে স্থানীয়রা।প্রায় আধ ঘন্টার চেষ্টাই আগুন নিয়ন্ত্রণে আসে।

