

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার ডুবুরডিহি চেক পোষ্টের কাছে একটা ট্রাক ছিনতাই হয়ে যায় অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে বারাবনি থানার ভানোড়া কোলিয়ারীর কাছে উদ্ধার করা হয় ট্রাকটাকে এবং তার সাথে আটক করা হয় তিন দুস্কৃতি। বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানায় ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সাংবাদিক সম্মেলনে জানান বিহারের বাসিন্দা ট্রাক চালক উড়িষ্যা থেকে লোহা এনে কল্যানেশ্বরীর কাছে কারখানায় মাল নামিয়ে ফেরার সময় ডুবুরডিহি চেক পোষ্টের কাছে গাড়ী দাঁড় করিয়ে ছিল সেইসময় কয়েকজন যুবক তার গাড়ী ছিনতাই করে নেয়,

পুলিশের কাছে অভিযোগ জমা দেবার পর তদন্তে নেমে বারাবনি থানার ভানোড়া কোলিয়ারীর কাছে ট্রাকটাকে উদ্ধার করা হয়েছে এবং সাথে তিনজন দুস্কৃতিকে আটক করা হয়েছে। তিনজনই পুরুলিয়ার বাসিন্দা

Leave a Reply