

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- ঝাড়খণ্ড জেলার চিরকুন্ডার বইটিডিউ গ্রামের বাসিন্দা ৩৭ বছরের আনন্দ টুডুকে সোমবার গভীর রাত্রে সাপে কামড়ালে তাকে বাড়ীর লোক জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় বর্ষাকালে সাপের উপদ্রব থাকে আনন্দ টুডু সোমবার রাত্রে ঘর থেকে বাইরে বার হয়েছিল বাথরুম করতে সেই সময় তার মনে হয় কোন কিছু তার পায়ে কামড়েছে সে ঘরে এসে জানাবার পর গাড়ীর খোঁজ করতে থাকে জেলা হাসপাতালে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করার পর গাড়ী পাওয়া গেলে তাকে নিয়ে জেলা হাসপাতালে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply