

পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী আসানসোল:-বুধবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দানের কাছে লেডিস গার্লস হোষ্টেলে এক আবাসিককে দগ্ধ অবস্থায় উদ্ধার মৃতদেহে মহিলার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুন্ডু সহ বিভিন্ন আধিকারিকরা পৌঁছে তদন্ত শুরু করছে। লেডিস গার্লস হোষ্টেলের ঝর্ণা নামের এক মহিলা আবাসিক জানান তিনি ১০/১২ দিন পর হষ্টেলে এসেছেন রান্না করার সময় মানা ঘরে ঢুকে যায় ঘর পরিস্কার করার পর স্নান করে আসে ইতিমধ্যেই তিনি খাবার খেয়ে ঘুমিয়ে যান হঠাৎ কিসের আওয়াজে প্রতিবেশীদের চীৎকারে তিনি জেগে যান।


তিনি জানান ৫৮ বছরের মানা লাহিড়ী স্থানীয় বেসরকারি কলেজে কাজ করতো দুই বোনও এই হষ্টেলে থাকতো তাদের একজন ফাঁসি লাগিয়ে মারা গেছে অন্যজন আগুনে পুড়ে মারা গেছিল এরও সেই পরিণতি হলো। খবর পেয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর ঘটনাস্থলে পৌঁছে যান। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান এলাকাবাসীরা কোন কিছুর আওয়াজ পেয়ে হষ্টেলে এসে দেখে একজন মহিলা আবাসিক অর্ধ দগ্ধ অবস্থায় পড়ে আছে তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

Leave a Reply