পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:–এক অভিনব প্রয়াস যা পশ্চিম বর্ধমান জেলার শুধু নয় গোটা বাংলার কোন সরকারি অবৈতনিক প্রাইমারি স্কুলে দেখা যায় নি সেটা করে দেখালেন চিত্তরঞ্জন সার্কেলের পর্ব্বতপুর মোহনপুর কোলিয়ারীর অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনন্দা পাল ( দত্ত) এবং শিক্ষক দেব কুমার বন্দোপাধ্যায়। গ্রামাঞ্চলে বেশীরভাগ প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণি থেকে স্কুল ছুটের সংখ্যা ক্রমশঃ বেড়ে যাওয়াতে সরকার বিশেষ চিন্তিত সাথে স্কুলের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। চিত্তরঞ্জন সার্কেলের পর্ব্বতপুর মোহনপুর কোলিয়ারীর অবৈতনিক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সুনন্দা পাল ( দত্ত ) জানান আমাদের রাজ্যে বেশীরভাগ সরকারি অবৈতনিক প্রাইমারি স্কুলে স্কুল বিমুখের সংখ্যা বেড়ে চলেছে তাদের স্কুল মূখী করার জন্য সম্পূর্ণ নিজের উদ্যোগে এই বছরের প্রথমে তিনি পঞ্চম শ্রেণির পড়ুয়াদের একটা আকর্ষণীয় শর্ত রাখেন যেসব পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসবে, ভালো করে পড়াশোনা করবে এবং শৃঙ্খলার মধ্যে থাকবে তাদের বইয়ের উশ্রী জলপ্রপাত দেখাতে নিয়ে যাবে অদ্ভুত ভাবে স্কুলে উপস্থিতির সংখ্যা বাড়তে থাকলো এবং রবিবার সকালে স্কুলের ছয়জন পড়ুয়াদের নিয়ে নিজের পয়সায় উশ্রী জলপ্রপাত দেখাতে নিয়ে গেলাম এবং সেখান প্রাকিতিক পরিবেশে অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেখানে সবাইকে পুরস্কৃত করা হয়। বৃষ্টি বাউড়ী, সীমা গড়াই, প্রিয়াঙ্কা মুখার্জি, তনুশ্রী গড়াই, বিশ্বজিৎ গড়াই এবং রামকৃষ্ণ মন্ডল খুব খুশী এবং সারাদিন আনন্দ উপভোগ করেছে তাদের বলা হয় সারাবছর এইভাবে স্কুলে উপস্থিত হলে এবং ভালোভাবে পড়াশোনা করলে সামনের বছর আবারও বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। প্রধান শিক্ষিকা জানান বাচ্চাদের সরকারি স্কুল মূখী করার জন্য আরো কিছু পরিকল্পনা করা আছে যাতে গরীব পরিবারের সদস্যরা তাদের বাচ্চাদের স্কুলে পাঠায় পড়াশোনা করতে।