৮ ট্যাক্সি চালককে গ্রেফতার ও স্ট্যান্ড টেন্ডার করার প্রতিবাদ / আসানসোল স্টেশন চত্বরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ আইএনটিটিইউসির

পাবলিক নিউজঃ আসানসোল :– ৮ জন ট্যাক্সি চালককে গ্রেফতার ও আসানসোল স্টেশন চত্বরে থাকা স্ট্যান্ডকে টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থাকে দেওয়ার প্রতিবাদে সরব হয়ে রেলের বিরুদ্ধে রাস্তায় নামলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
শুক্রবার সকালে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল স্টেশন চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ট্যাক্সি চালকেরা। রাস্তা অবরোধও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আরপিএফের জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেন। এদিনের আন্দোলন থেকে আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া আসানসোল ডিভিশনের ডিআরএম ও সিনিয়র ডিসিএমকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, রেল যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে শুধু নয়, ডিআরএমকে অফিস থেকে আমরা বেরোতে দেবোনা। মনে রাখতে হবে, এটা অন্য কোন রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ।
এদিন আইএনটিটিইউসি নেতা আরো বলেন, বৃহস্পতিবার রেল কতৃপক্ষের নির্দেশে আরপিএফ আসানসোল স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের আটজন ট্যাক্সি চালককে গ্রেফতার করে। পরে রাতে তাদেরকে ছাড়া হয়েছে। আমরা তার প্রতিবাদে ও স্টেশন চত্বরে থাকা ৫০ বছরেরও বেশি পুরনো ট্যাক্সি স্ট্যান্ড সরিয়ে নতুন করে যে টেন্ডার করা হচ্ছে, তার বিরোধিতায় এদিন একটা প্রতীকী আন্দোলন করলাম। পা়ঁচ দশকেরও বেশি সময় ধরে এই স্ট্যান্ড থেকে ট্যাক্সি চালিয়ে চালকেরা জীবিকা নির্বাহ করেন। রেল প্রশাসন নির্বিচারে তাদের উপর জুলুম করছে। রেল সম্পূর্ণরূপে বিজেপির সঙ্গে রয়েছে। ঐ দলের নেতাদের কথায় কাজ করছে। বিশেষ করে আসানসোল ডিভিশনের ডিআরএম ও সিনিয়র ডিসিএম বিজেপির নির্দেশে কাজ করছেন। যে কারণে আসানসোল রেল স্টেশন চত্বরে ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সি চালক ও অটো স্ট্যান্ডের অটো চালকদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, হঠাৎ করেই যেভাবে ট্যাক্সি স্ট্যান্ডটি নতুন করে টেন্ডার করা হচ্ছে তা আইএনটিটিইউসি বা তৃনমুল কংগ্রেসে কখনোই বরদাস্ত করবে না। এর আগে বাসস্ট্যান্ড সরানো হয়েছে। যে বাসস্ট্যান্ড করা হয়েছে, সেখানের সব জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে। রেলের পরিকল্পনা হলো স্টেশন সহ সব কিছু পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এমন একটি রাজ্য, যেখানে শ্রমিক ও দরিদ্রদের কখনো বঞ্চিত হতে দেওয়া হয় না। শ্রমিক নেতা মলয় ঘটক ও অভিজিৎ ঘটক শ্রমিকদের স্বার্থের জন্য লড়াই করছেন। এমন পরিস্থিতিতে এমন অন্যায় সহ্য করা হবে না। তিনি বলেন, এদিনের এই বিক্ষোভ শুধুমাত্র প্রতীকীভাবে করা হয়েছে। রেল যদি তাদের মনোভাবে অনড় থাকে তাহলে আগামী দিনে আরো বড় পরিসরে আন্দোলন করা হবে বলে তিনি হুমকি দেন।
এদিনের আইএনটিটিইউসির বিক্ষোভ ও হুমকি নিয়ে আসানসোল ডিভিশনের রেল আধিকারিকরা কোনকিছু বলতে চাননি। তবে, আরপিএফের আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ বলেন, ঐ ট্যাক্সি স্ট্যান্ড টেন্ডার করে দেওয়া হয়েছে। ঐ ৮ জনকে ঐ স্ট্যান্ডে বেআইনি ভাবে থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রেল আইনের ১৫৯ নং ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের জরিমানা নিয়ে ব্যক্তিগত বন্ডে ছাড়া হয়েছে। তিনি আরো বলেন, রেলের জায়গায় অবৈধ বা বেআইনি ভাবে কেউ থাকলে, তার বিরুদ্ধে রেল আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts