পাবলিক নিউজঃ আসানসোল রিকি বাল্মীকি:– ইসিএলের সাঁকতোড়িয়ার মূল দপ্তরের সামনে দুদিন ধরে স্থানীয় ঠীকাদাররা অনশণ করছেন স্থানীয় ঠীকাদাররা । রতন কুমার মাহাতা নামে স্থানীয় ঠীকাদার জানান ১৯৭২ সাল থেকে ইসিএলের সমস্ত কাজ স্থানীয় ঠীকাদারদের দিয়ে করানো হতো ফলে এলাকার বেকারত্ব সমস্যা কম করার জন্য কিন্তু পরবর্তী কালে ইসিএলের কতৃর্পক্ষ স্থানীয় ঠীকাদারদের টেন্ডারে বাদ দিয়ে বাইরের ঠীকাদারদের দিয়ে কাজ করানোর ফলে বেকারত্ব সমস্যা বেড়ে গেছে ঠীকাদারদের অন্নসংস্থান করা মুশকিল হয়ে গেছে, স্থানীয় ঠীকাদাররা আনুমানিক কম পয়সায় কাজ করাতে ইসিএলের মুনাফা হতো কিন্তু কাটমানির লোভে ইসিএলের কতৃর্পক্ষ বাইরের ঠীকাদারদের টেন্ডারে অংশগ্রহণ করিয়ে কাজ দিচ্ছেন তাদের দাবি তাদের টেন্ডারে অংশগ্রহণ করিয়ে কিছু কাজ তাদের দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত ইসিএলের কতৃর্পক্ষ তাদের দাবি মানছেন ততদিন তারা আমরন অনসন চালিয়ে যাবেন।