

পাবলিক নিউজঃ আসানসোল:- সেবা পক্ষকাল” উদযাপনে বৃহস্পতিবার আসানসোল ভারতীয় জনতা যুব মোর্চার আসানসোলের উদ্যোগে বার্ণপুর প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক রায়,বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , জেলা সম্পাদক অভিজিৎ রায় সম্পাদক, যুব মোর্চা কনভেনর অরুণ বাউরি , যুব মোর্চার সম্পাদক উজ্জ্বল মন্ডল, সাধারণ সম্পাদক অভিক মন্ডল সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক বলেন, এদিনের শিবির থেকে ৩০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে। এদিন আরো রক্তদান করার জন্য যুব মোর্চার সদস্যরা ছিলেন।


Leave a Reply