

পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে গরীব মানুষদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ফাঁড়ি চত্বরে শুক্রবার কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলল। যে অনুষ্ঠানে লেফ্ট ব্যাঙ্ক , নতুনপাড়া, জামিরকুড়ি ও হোদলা গ্রামের ১০০ জন দরিদ্র মানুষকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কম্বল দেওয়া হয়। সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, সমাজসেবী মনোজ তিওয়ারি, মোবিন খান ও অন্যান্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বলেন, এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে পুলিশ নিরন্তর সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কারণেই কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এলাকার গরীব মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে। আগামী দিনে পুলিশের পক্ষ থেকে এ ধরনের আরো সামাজিক কাজ করা হবে বলে জানান তিনি।







Leave a Reply