


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শিল্পাঞ্চলের পুরাতন দূর্গাপূজার অন্যতম সাঁকতোড়িয়া গ্রামের দূর্গাপূজা, বাড়োয়ারী পূজা হলেও বাড়ীর পূজার মতো গ্রামবাসীরা পূজাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে থাকেন। গ্রামবাসীদের এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের পয়সায় পূজা করা হয়, এক গ্রামবাসীর বক্তব্য স্বাধীন ভারতবর্ষের পরের বছর থেকে এই পূজা শুরু করা হয়। গ্রামের এই মন্দিরে দূর্গাপূজার পর লক্ষীপূজা, কালিপূজা এবং শিব মন্দিরে জাঁকজমক সহকারে পূজা করা হয়। গ্রামীণ পূজা হলেও পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভার্চুয়াল পূজার উদ্বোধন করেছেন। সাঁকতোড়িয়া গ্রামের দূর্গাপূজা ঘিরে এলাকার মহিলাদের উৎসাহ দেখার মতো নাচেগাণে আনন্দে মেতে উঠেছেন তাদের একটাই কামনা একশো বছর পূর্ণ করুক তাদের গ্রামের দূর্গাপূজা।





Leave a Reply