

শণিবার শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে ভগৎ সিং মোড়ে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং শহীদ তোরন শহীদ এ আজম নামে নামাঙ্কিত করেন। ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের বিভিন্ন কাউন্সিলর ও নওজোয়ান ক্লাবের সদস্যরা এবং আসানসোল ও বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা। মেয়র বিধান উপাধ্যায় শহীদ ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যাদের জন্য আমরা মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পারছি সুখে শান্তিতে বাস করতে পারছি যাদের বলিদান আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে তাদের মধ্যে অন্যতম ভগৎ সিং।



পরাধীন ভারতকে মুক্ত করতে ভগৎ সিং আত্মবলি দিয়েছিলেন।তিনি জানান যারা দেশের জন্য আত্মবলিদান দিয়ে শহীদ হয়েছিলেন তাদের আমরা ভুলতে পারবো না যতদিন পৃথিবী থাকবে ততদিন বীর শহীদদের নাম থাকবে আমরা তাদের নাম স্মরণ করে শ্রদ্ধা জানাবো। তাদের স্বপ্ন ছিল স্বাধীন ভারতবর্ষে সর্ব ধর্ম, সর্ব জাতি একসাথে মিলেমিশে থাকবে তাদের সেই স্বপ্ন সফল করতে আমরা সর্ব ধর্ম সর্ব জাতি একসাথে মিলেমিশে সবার উৎসব একসাথে পালন করছি।
আসানসোল শহরের উল্লেখযোগ্য ভগৎ সিং মোড় নামে খ্যাত আমরা যে যেখানে যাই বা বাইরের থেকে কেউ আসলে তাদের ভগৎ সিং মোড়ে আসতে বলা হয় বা অপেক্ষা করছি। ভগৎ সিং মূর্তিকে নিয়ে তোরণ স্থাপিত করার সময় শহীদ তোরণ নাম ঘোষণা করা হয়েছিল আজ থেকে শহীদ তোরণে জায়গায় শহীদ এ আজম বীর শহীদ ভগৎ সিং কা নাম বলে নামাঙ্কিত হবে। ভগৎ সিং এর মূর্তির প্রতিষ্ঠাতার নাম ও লোকে স্মরণ করবে।
