




পাবলিক নিউজ আসানসোল:- ভুতুড়ে ভোটার ধরতে বাড়িতে বাড়িতে অভিযান তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। দুদিন আগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেই ভুয়ো ভোটার খুঁজতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
শনিবার পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বরের অলিতে-গলিতে ঘুরলেন। নিজেই বাড়ি বাড়িতে গেলেন ও ভুতুড়ে ভোটারের খোঁজ করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর অঞ্চলের সুখবাজার খোট্টাডিহি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা পরীক্ষাও করলেন জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি হচ্ছে ভারতীয় জালি পার্টি। দিল্লি হরিয়ানা ও গুজরাটে এইভাবে জাল ও ভুতুড়ে ভোটার ভোটার তালিকায় ঢুকিয়ে সরকার গঠন করেছে বিজেপি । কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন বিজেপির । সুতরাং পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব তৎপর ভুতুড়ে ভোটার খুঁজতে। দলের নেতৃত্ব রুখে দাঁড়াবে এই ভুতুড়ে ভোটারদের আটকাতে।






Leave a Reply