রানিগঞ্জের দুটি জায়গায় পুলিশের অভিযান / আট সশস্ত্র দূষ্কৃতিকে গ্রেফতার

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– পরপর দুদিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ দুটি ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির পরিকল্পনা বানচাল করে দুটি দুষ্কৃতি দলের চারজন করে মোট আটজনকে গ্রেফতার করলো। দুটি পৃথক জায়গায় শনিবার ও রবিবার রাতে হওয়া এই দুটি অভিযানে ধৃত আটজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে রানিগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশের দল।
জানা গেছে, শনিবার রাতে রানিগঞ্জ থানার কুমোর বাজার ও বক্তানগর যাওয়ার রাস্তায় একটি গ্যাস কোম্পানির গোডাউনের পাশের জঙ্গল বাইরের থেকে আসা ২ দুষ্কৃতির সাথে স্থানীয় দুই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র, লোহার রড ও লাইলন দড়ি নিয়ে ডাকাতির পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিলো। রানিগঞ্জ থানার পুলিশ সেই খবর গোপন সূত্রে পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে সেই জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের নাম হলো পড়াশিয়া কোলিয়ারির বছর ৩২ দেবেন ভূঁইয়া, বছর ৩০র বিহারের মধুবনী জেলার হরিপুর কাজীয়ারের মহঃ আকতার, কুমোর বাজারের বছর ২৪ র বিবেক ডোম, ও রানিগঞ্জের নগরের বাসিন্দা বছর ২১ র দানিস আনসারি। তাদের কাছ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ভোজালি, লোহার রড ও লাইলন দড়ি পেয়েছে। ধৃত চারজনকে রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়।
অন্য একটি ঘটনায় ডাকাতির পরিকল্পনা করে জড়ো হওয়া ৪ জনকে রবিবার রাতে গ্রেফতার করা হয় রানিগঞ্জের বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন জঙ্গলের দামোদর নদীর চর থেকে। জানা গেছে ধৃতদের কাছে পুলিশ লোহার টেন্সার ব্লেড, স্টিলের লাঠি, রড, দড়ি ও ধারালো চুরি উদ্ধার করেছে। ধৃতরা হল বছর ১৯ র বল্লভপুরের রঞ্জিত বাল্মিকী, বছর ৩০ র বল্লভপুর রঘুনাথ চকের বাসিন্দা মঙ্গল বাউরি, বছর ২৮ র নেপালি পাড়ার আকাশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts