
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– মঙ্গলবার সকালে রাণীগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা ভীর করে রাখে। স্থানীয় বাসিন্দা জানান আজ সকালে তিনি খবর পান বাস স্ট্যান্ডের কাছে আনুমানিক ৪৫ বছরের এক ব্যাক্তি মৃত অবস্থায় পড়ে আছে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে ।
মৃতর কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে সেখানে তার বাড়ীর ঠীকানা ধানবাদের রয়েছে তবে মনে হচ্ছে আচমকা পড়ে যাওয়াতে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গিয়ে রক্তপাত হয়েছে।


পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম হারাধন পাতর ৫১ বছর বয়স বাড়ী ঝাড়খণ্ড জেলার বারমাসিয়া ব্যাংক মোড় কোন কারণে গাড়ীতে ধাক্কা মারলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচৈতন্য হয়ে অত্যাধীক রক্তক্ষরণের কারণে মারা গেছেন।

Leave a Reply