রাণীগঞ্জে বন্ধ নিয়ে চরম বিশৃঙ্খলা আহত কয়েকজন বিজেপির কর্মী।

আলোক চক্রবর্তী রানীগঞ্জ :-মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বুধবার বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে। বুধবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বন্ধ নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। রাণীগঞ্জ শহরে বিজেপির বন্ধ সমর্থনে মিছিলের উপর পুলিশ প্রশাসনের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ করে। তৃণমূল কংগ্রেসের নেতা রুপেশ যাদব জানান তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর বন্ধের রাজনীতি বন্ধ হয়ে গেছিল বিজেপি পুনরায় বন্ধের রাজনীতি নিয়ে আসছে। জনগণ বন্ধ থেকে বীতশ্রদ্ধ তাই বন্ধ ব্যার্থ হয়েছে। অন্যদিকে বিজেপির রাণীগঞ্জ মন্ডল ১ এর সভাপতি দেবজিৎ সাহ জানান বুধবার সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে বন্ধ করা হচ্ছিল হঠাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে অশান্তির সৃষ্টি করে এবং পুলিশকে লেলিয়ে দেয় তারা দলদাসের মতো এসে বিজেপির কর্মীদের বন্ধ ব্যার্থ করতে সচেষ্ট হন। বিজেপির অনেক কর্মী আহত হয়েছেন তবু বন্ধ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts