রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে কাঁকসা থানা ঘেরাও করে কংগ্রেসের বিক্ষোভ

পাবলিক নিউজঃ কাঁকসা:-রাজ্যজুড়ে নারী নির্যাতনের ঘটনা দিনের পর দিন বেড়ে চলার পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্যজুড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১ টা থেকে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কাঁকসা ব্লক কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন কাঁকসা থানার সামনে কাঁকসা ব্লকের কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। পাশাপাশি এদিন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, তাতে রাজ্যের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি রাজ্য প্রশাসন নারীদের সুরক্ষার ব্যবস্থা করুক এবং রাজ্যে যাতে আর কোন নারী নির্যাতনের ঘটনা না ঘটে সেই বিষয়ে রাজ্য প্রশাসন করা নজরদারি রাখুক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts