রাজ্যের পুলিশ খুনী ও ধর্ষণকারীদের খোঁজার চেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে মন্তব্য রাহুল সিনহার।

আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-শুক্রবার আসানসোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাহুল সিনহা এসে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে জানান মমতা ব্যানার্জী তার পুলিশ প্রশাসন এবং তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে আর জি কর কান্ডকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন। তিনি ধর্ষিতার মাকে দশ লক্ষ টাকা দিয়ে সাদা কাগজে সই করার কথা বলেছিলেন সেইসময় যদি তিনি সই করে দিতেন তাহলে সব খেলা শেষ হয়ে যেত তিনি ভেবেছিলেন দশ লক্ষ টাকার লোভে মেয়ের মা সই করে দেবেন কিন্তু তিনি জানেন না সবাই মেয়েকে বিক্রি করার জন্য নয়, মেয়ের পরিবার ভয়ে এতদিন সত্য বলেন নি কিন্তু ধীরে ধীরে তারা মুখ খুলেছেন। রাজ্যে মমতা ব্যানার্জী ধর্ষণকারীদের জন্য একটা রেট করে দিয়েছেন কিন্তু আর জি করের ঘটনা সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে সেই কারণে এই ধর্ষণের জন্য দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, রাজ্যের পুলিশের ভূমিকায় বীতশ্রদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন তার দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা প্রথম দেখলেন যেখানে দোষীদের গ্রেপ্তার করা থেকে তথ্য প্রমান লোপাটের দিকে বেশী জোর দিয়েছেন। রাহুল সিনহা মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন সন্দীপ ঘোষের জন্য নিজের দল থেকে শুরু করে পুলিশ বাহিনীকে বাজি লাগিয়ে দিয়েছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জীকে বাঁচাতে সন্দীপ ঘোষের সাথে অভিষেকের হৃদতা সম্বন্ধে অবগত থাকার কারণে তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি সারা রাজ্যবাসী করলেও তিনি তার সিদ্ধান্তে অনড়। সম্প্রতি তিনি ধর্ষকদের জন্য ফাঁসির আইন আনলেও কেন্দ্রীয় সরকার সম্প্রতি আনা আইনে ফাঁসির আইন আছে সেখানে মমতা ব্যানার্জী বিরোধিতা করেছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী এবং বিজেপি নেতা ,সুব্রত ঘাঁটি , রাজ্য কমিটির সদস্য রার বাংলা ইনচার্জ নির্মল কর্মকার,ওবিসি মোর্চার রাষ্ট্র সদস্য ও পশ্চিমবঙ্গ প্রবক্তা সংকার চৌধুরী ,বিগু ঠাকুর ,তাপস ঘোষ , অমিতাভ গড়াই  ওম নারায়ণ ও অন্যান্যরা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts