
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার সকালে সেনরেলে রোডে এক আবাসনের আবাসিকরা রাস্তায় জঞ্জাল ফেলে বিক্ষোভ দেখান, খবর পেয়ে আসানসোল পৌরনিগমের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস এবং তার সহকর্মীরা এসে বিক্ষোভ কারীদের বাধা দেন। বিক্ষোভকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি হঠাৎই ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস এসে প্রসেনজিৎকে ধাক্কা মেরে জঞ্জালের মধ্যে ফেলে দেওয়াতে আবাসিক এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি সামলায়। ঘটনার খবর পেয়ে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক অনিমেষ দাস এবং প্রসেনজিৎ পুইতুন্ডিকে ডেকে পাঠিয়ে ঘটনার ব্যাপারে জানতে চান এরই মধ্যে পুনরায় বিতর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ পরে সবার মধ্যস্থতায় ড্যামেজ কন্ট্রোল করা সম্বভব হয়। পরে প্রসেনজিৎ পুইতুন্ডি জানান সেনরেলে রোডে তাদের আবাসনে দীর্ঘদিন ধরে আবর্জনা পরিস্কার না হওয়াতে আবাসিকরা মিলে রাস্তায় আবর্জনা ফেলতে শুরু করে সেইসময় ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ দাস তার সঙ্গীদের নিয়ে আবাসিকদের উপর আক্রমণ করে তিনি এই ঘটনার বিচার চেয়ে জেলা শাসক, রাজ্যের মন্ত্রী ও রাজ্যের মূখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ইতিমধ্যেই আসানসোল পৌরনিগমের মেয়র তাদের ডেকে পাঠিয়ে মামলার মিমাংসা করতে চাইলেন এবং দুজনকেই তিনি জানান আবাসিকদের কাজটা করা উচিত হয় নি এবং কাউন্সিলরকে শতর্ক করলেন এইরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হয়।






Leave a Reply