যাত্রী পরিষেবা ঠীক রাখতে জেলা শাসক এবং পুলিশ কমিশনার দপ্তরে স্মারকলিপি বাস সংঘটনের।

পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী পশ্চিম বর্ধমান :-পশ্চিম বর্ধমান জেলার যাত্রী পরিবহন ক্ষেত্রে সাতটা সংঘটন একত্রিত হয়ে বিভিন্ন সমস্যা নিয়ে জেলা শাসক এবং পুলিশ কমিশনার দপ্তরে স্মারকলিপি জমা দিলেন। আসানসোল বাস এ্যাসোসিয়সনের পক্ষ থেকে বিজন মুখার্জি, আসানসোল মিনি বাস এ্যাসোসিয়সনের পক্ষ থেকে সুদীপ রায়, অন্ডাল মিনি বাস ওয়েলফেয়ার অনার্স এ্যাসোসিয়সনের পক্ষ থেকে প্রদীপ ঘাঁটি, দূর্গাপুর মিনিবাস ওনার্স এ্যাসোসিয়সনের পক্ষ কাজল দে, দূর্গাপুর মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে ঘাঁটি দা, দূর্গাপুর প্যাসেঞ্জার ক্যারিয়ার এ্যাসোসিয়সনের পক্ষ থেকে নিতাই ব্যানার্জী, পানাগড় বাস ওনার্স এ্যাসোসিয়সনের পক্ষ থেকে আদিত্য সামন্ত যৌথভাবে স্মারকলিপি জমা দিলেন।

মিনিবাস এ্যাসোসিয়সনের সুদীপ রায় জানান সারা বাংলা বাসও মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রত্যেক জেলার জেলা শাসক এবং পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কাছে যাত্রী পরিবহনের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দেবার কর্মসূচির অন্তর্ভুক্ত পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক দপ্তরে ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। জেলা শাসকের অনুপস্থিতিতে এডিএম এবং পুলিশ কমিশনার দপ্তরে ডিসিপি স্মারকলিপি জমা নেন। সুদীপ রায় জানান যাত্রী ভাড়া নিয়ে সরকার নির্ধারিত মূল্যে ভাড়া নিতে হয় কিন্তু মাল পরিবহন ক্ষেত্রে ভাড়া ট্রাকের মালিকরা ঠীক করে সেই মতো বাসমিনিবাসের ক্ষেত্রে হলে যাত্রী পরিষেবা সচল রাখা সম্বভব হতো দ্বিতীয়ত সরকার টোটো ক্ষেত্রে একটা আইন লাঘু করেছেন কিছু জেলার প্রশাসন মানলেও বেশীরভাগ জেলায় পুলিশ প্রশাসন আইনকে বুড়ো আঙুল দেখাবার ফলে টোটোর দৌরাত্ম কম না হবার কারণে বেশীরভাগ মিনিবাস বন্ধ করতে বাধ্য হচ্ছে তাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন টোটোর আইন কড়া হাতে লাঘু করতে হবে।

বাইরের রাজ্য থেকে যাত্রীবাহি গাড়ী সারাদিন শহরে এসে যাত্রী পরিবহন করছে পুলিশ প্রশাসনের চোখের সামনে অথচ পুলিশ প্রশাসন দুচাকার গাড়ী ধরতে তৎপর কিন্তু বেআইনী ভাবে ভিন রাজ্যের কাগজ পর্যন্ত দেখে না। বর্তমানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কিছু বাসকে সরকার বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়াতে জেলার বাস ও মিনিবাস পরিবহন ক্ষেত্রে বাস মালিকরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে তাই তাদের সমন্বয় কমিটির দাবি জেলার পরিবহন ব্যাবস্থা সচল রাখতে অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts