
আলোক চক্রবর্তী জামুরিয়া:- মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।রবিবার সন্ধ্যায় জামুড়ীয়ার ব্লক ২ কার্যালয়ে প্রায় ১২০ জন যুবক কংগ্রেসের ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তী জানান জনগণ সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুরভিসন্ধি বুঝে গেছেন তারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর ভরসা করে এবং তার কথায় অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। দলের পক্ষ থেকে আরো বেশি সংখ্যায় যুবকদের যোগ দেবার প্রচার করা হচ্ছে। জামুড়ীয়া ব্লকের কংগ্রেসের ব্লক সম্পাদক মিঠুন হরিজন জানান কেন্দা, হরিপুর, খোট্টাডিহির প্রভৃতি এলাকার প্রায় ১২০ জন যুবক কংগ্রেসে যোগ দিয়েছেন।

Leave a Reply