
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :–আগামী ১ লা ও ২ রা অক্টোবর সারা দেশে মাদক মাদক বিরোধী দিবসের প্রাক্কালে পথ নাটিকা সেন্ট্রাম মলের সামনে।বিরোধী দিবস পালন করা হয় তার প্রাক্কালে ভারত স্কাউট এন্ড গাইডসের পক্ষ থেকে পথ নাটিকার মাধ্যমে অভিভাবকদের এবং যুববর্গকে সচেতন করতে উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ভারত স্কাউট গাইডসের পক্ষ থেকে কৃষ্ণা প্রসাদ পথ নাটিকার মাধ্যমে জনগণ, অভিবাবক ও যুব বর্গকে সচেতন করা মাদক খাবার পরিণতি। পথ নাটিকার মাধ্যমে প্রচার করা হয়েছে মাদক দ্রব্য বিক্রেতার থেকে সাবধানে থাকতে তাদের প্রলোভনে পা দিতে নিষেধ করা। কৃষ্ণা প্রসাদের সাথে মুকেশ চন্দ এবং বিশাল কুমার সিং সহ অন্যান্য কলাকার উপস্থিত ছিলেন।




Leave a Reply