মহাত্মা গান্ধীর জন্মদিনে ঘড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সকালে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে আসানসোল আদালত চত্বরে মহাত্মা মোহন দাস করমচাঁদের জন্মদিনে ঘড়ি মোড়ে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম, ববিতা দাস, শ্রাবণী মন্ডল, কাহেকেশা রিয়াজ সহ বিভিন্ন আধিকারিকরা। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী মহাত্মা গান্ধীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান মহাত্মা গান্ধী পরাধীন ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিলেন, ১৯৩০ সালে ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তোলার পরে ইংরেজরা বুঝে গেছিল ভারতকে আর নিজেদের অধীনে রাখা যাবে না তিনি দেশে স্বচ্ছতা আনার প্রচেষ্টা করেছিলেন আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে তার স্বপ্নকে বাস্তবে করতে প্রচেষ্টা করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts