মরনোত্তর চক্ষু দান নিয়ে সেমিনার।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার গোপাল নগরে মরনোত্তর চক্ষু দান নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রিভেনশন অফ ব্লাইন্ডনেশ সোসাইটির সম্পাদক প্রদোৎ মজুমদার, প্রিভেনশন অফ ব্লাইন্ডনেশ সোসাইটির সদস্য রানা বাগচি, ইসিএলের প্রাক্তন মূখ্য ভিজিলেন্স অফিসার নিলাঞ্জন অধিকারী, ইআরএমইউ/ এআইআরএফের প্রাক্তন যুগ্ম সম্পাদক এম এস মন্ডল, সমাজসেবী যতন মজুমদার, সৌম্য সাধু এবং আশীর্বাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। মৃত্যুর পরে চক্ষু দান নিয়ে সেমিনারে চক্ষু দান নিয়ে আলোচনা করা হয় , একজন মানুষের চক্ষু দান করলে দুজন অন্ধ ব্যাক্তি পৃথিবীর আলো দেখতে পাবে কিন্তু জনগণ এখনো সচেতন হয় নি তাই তাদের সচেতন হতে হবে অন্ধ বিশ্বাস ভুলে গিয়ে বর্তমানের বাস্তবতা মানতে হবে। চক্ষু দান নিয়ে নিয়ে একটা সচেতনতা নাটক পরিবেশন করলেন গোপালনগরের আমরা কজন ক্লাব।

নাটকের চিত্র নাট্য লিখেছেন প্রদীপ সরকার এবং পরিবেশন করেছেন গুরুদাস বিশ্বাস। নাটকে অভিনয় করেছেন আমরা কজন ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন আমরা কজন ক্লাবের সভাপতি রুবেন পাল, সম্পাদক কৌশিক চৌধুরী, যুগ্ম সম্পাদক অশোক পাত্র, প্রদীপ সরকার, পুলক দাশগুপ্ত, নির্মল চক্রবর্তী, সমীর পাল, সোহেল, মিঃ রিঙ্কু, বাবলু বোস, রুমিত মুখার্জি,, উজ্জ্বল চৌধুরী, সুকুমার ঘোষ, তাপস ঘোষ, রথীন হালদার, গৌতম ব্যানার্জী, গুরুদাস বিশ্বাস, ইন্দ্রনীল দে, অসিত বিশ্বাস, শান্তনা মন্ডল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts