
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল পৌরনিগমের ৭৮ নং ওয়ার্ডে ইস্কো তাদের জমিতে বাউন্ডারি দেবার কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তাদের মন্দির তৈরী করে দিতে হবে। খবর পেয়ে কাউন্সিলর অশোক রুদ্র ঘটনাস্থলে পৌঁছে ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলে মন্দির বানানোর লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার পরামর্শ দিলেন। অশোক রুদ্র জানান এই এলাকায় একটা প্রাচীন মন্দির ছিল তার সামনে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে গণেশ পূজা করে আসছেন সম্প্রতি ইস্কো কতৃর্পক্ষ জমি মাপার জন্য আসলে এলাকাবাসীরা একটা মন্দির বানিয়ে দেবার দাবি করলে সেই সময় ইস্কো কতৃর্পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ হঠাৎ এলাকায় বাউন্ডারি দিলে এলাকাবাসীরা বিরোধ প্রদর্শন করে এবং মন্দির বানিয়ে দেবার দাবি করে, তিনি ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলে লিখিত ভাবে মন্দির বানানোর প্রতিশ্রুতি ও মন্দির বানানোর কাজ শুরু না হওয়া পর্যন্ত বাউন্ডারি দেবার কাজ বন্ধ রাখতে বলেছেন।






Leave a Reply