
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার সকালে আসানসোল পৌরনিগমের সামনে পৌরনিগমের বিদ্যুৎ দপ্তরের ১০৬ জন ঠীকা কর্মী বেতন বৃদ্ধি এবং পিএফের সংশোধন করার দাবিতে বিক্ষোভ দেখান। শ্যামল মন্ডল নামে আসানসোল পৌরনিগমের স্ট্রীট লাইট রক্ষণাবেক্ষণের ঠীকা কর্মী জানান তারা ১৯৯৫ সাল থেকে কাজ করলেও তাদের বেতন বৃদ্ধি করা হয় নি এবং তাদের পিএফের টাকার কারচুপি ঠীক করা হয় নি তাদের দাবি অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি ও পিএফের টাকা ঠীকমতো দিতে হবে। তাদের দাবি সরকারি হারে তাদের বেতন দিতে হবে।






Leave a Reply