

পাবলিক নিউজঃ আসানসোল:– বৃহস্পতিবার বিকেলে বার্নপুরের আইসকো স্টিল প্ল্যান্টে ডিউটি করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন ঠিকাদার রঞ্জিত কুমার শর্মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্নপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক বার্নপুর হাসপাতালে পৌঁছান। এ সময় ঘটনার খবর নিতে হাসপাতালে পৌঁছান অনেক কর্মকর্তা। ঠিকাদারি শ্রমিকের অবস্থার অবনতি দেখে শ্রমিকসহ পরিবারের সদস্যরা তাকে অবিলম্বে রেফার করার দাবি জানালে হাসপাতালে তুমুল হৈচৈ পড়ে যায়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে প্ল্যান্টের ৬ নম্বর স্ট্যান্ডে থাকা হাইড্রোলিক মেশিনের কাছে বৈদ্যুতিক কাজ করছিলেন ঠিকাদারি শ্রমিক রঞ্জিত কুমার শর্মা। এসময় হাইড্রোলিক মেশিন চালু হলে তিনি পিষ্ট হয়ে গুরুতর আহত হন। প্রায় দেড় ঘণ্টা কাগজপত্রের পর তাকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বার্নপুর হাসপাতালে উপস্থিত আইএনটিইউসি নেতা অজয় রাই ও মহম্মদ আনোয়ার জানান, দুর্ঘটনায় আহত চুক্তি কর্মীর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্তের বিষয়। অন্যদিকে, CITU নেতা অশোক কেভাদা অভিযোগ করেছেন যে ব্যবস্থাপনার গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছানো ওই ঠিকাদারি শ্রমিকের ভাই তার ভাইয়ের আশংকাজনক অবস্থা দেখে অস্বস্তি বোধ করেন।




Leave a Reply