

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী কুলটি:- বুধবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি তারই মধ্যে বরাকর, নিয়ামতপুর বাজারে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা হানা দেয়। বরাকর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা হানাতে সরকারি আধিকারিকদের সাথে ছিলেন।


সরকারি আধিকারিকরা বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে মুদির দোকান এবং মিষ্টির দোকানের গুদাম পরিদর্শন করলেন এবং তাদের সাবধান বাণী দিয়ে তাদের নির্দেশ দিয়েছেন খাবারের জিনিস সুরক্ষিত রাখতে এবং প্যাকেটজাত খাবারের তৈরী করা ও এক্সপেয়ারী ডেট ভালোভাবে পরীক্ষা করে নিতে।
চেম্বার অফ কমার্সের প্রতিনিধি জানান হানার ফলে জনগণকে সচেতন করা এবং জনগণকে সুরক্ষিত করা, সরকারি আধিকারিকদের হানাতে তারা খুশী ও সরকারি সিদ্ধান্তের প্রশংসা করলেন।

Leave a Reply