বৃষ্টিতে গাছ পড়ে রাস্তা বন্ধ সমস্যায় নিত্যযাত্রীরা।

পাবলিক নিউজঃ ডেস্ক /অলোক চক্রবর্তী আসানসোল  :–শণিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জন্য আসানসোলে জিটি রোডের উপর সেন্ট মেরী গরেটো এবং লরেটো কনভেন্ট স্কুলের মাঝে রাস্তার উপর বিশালাকার গাছ পড়ে যাওয়াতে জিটি রোড পুরোপুরি বন্ধ হয়ে যায়। রবিবার ছুটির দিন হওয়াতে ভীড় কম তারমধ্যে নিত্য যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়, বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এমনকি দুচাকার যানও বন্ধ হয়ে যায়। আসানসোল বাজারে আসতে গেলে তাদের এস বি গড়াই রোড হয়ে ঘুরে আসতে হচ্ছে।

আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়কে খবরটা জানালে মেয়র আসানসোল পৌরনিগমের কর্মীদের নির্দেশ দেন এবং ডিজেষ্টার ম্যানেজম্যান্টের কর্মীদের খবর দিলে তারা যৌথভাবে গাছ কেটে যান চলাচলের জন্য রাস্তা পরিস্কার করে দেন। শণিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জন্য গাছ কাটতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। মেয়র জানান তারা চেষ্টা করছেন যত শীঘ্র সম্বভব রাস্তা পরিস্কার করে দেবার

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts