

পাবলিক নিউজঃ বুদবুদ:-বুদবুদের সালডাঙ্গা ও রণডিহা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনিভাবে বালি পাচারের কারবার।এই মুহূর্তে দামোদর নদে জল থাকায় সমস্ত বালি ঘাট বন্ধ থাকার কারণে বৈধ ভাবে বালি তোলার কাজ বন্ধ থাকলেও।রাতের অন্ধকারে দামদরের পাড় থেকে ট্রাক্টরে করে বালি তুলে সেই বালি পানাগড় থেকে রণডিহা যাওয়ার রাস্তার ধারে জমা করা হোচ্ছে।সেই বালি শ্রমিক দিয়ে কিংবা জেসিবি দিয়ে দিনের বেলায় লরি করে বাইরে পাচার করা হোচ্ছে বলে অভিযোগ।এক দল বালি মাফিয়া প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করছে বলে অভিযোগ।শনিবার একটি লরিতে বালি বোঝাই করার সময় স্থানীয় গ্রামবাসীরা লোরিটিকে আটকে জিজ্ঞাসাবাদ করলে লরির চালক এই বিষয়ে সদুত্তর দিতে পারে নি।কোনো রকম বৈধ চালান ছাড়াই বেআইনিভাবে বালি পাচার করা হোচ্ছে বলে অভিযোগ।স্থানীয়দের অভিযোগ প্রশাসন এই বিষয়ে সমস্ত কিছু জানে।এমনকি তৃণমূল পরিচালিত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসক দলের মদতে এই বালি পাচার চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।যদিও এই বিষয়ে স্থানীয় প্রধান ও উপপ্রধান কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে।তাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায় নি।




Leave a Reply