পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার আসানসোল দক্ষিণ থানার মুরগাসোলে ভারতের প্রসিদ্ধ স্বর্ণ অলঙ্কার বিপনী কল্যান জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে এসে বলিউডের অন্যতম তারকা তথা আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী সিনহা জানান আসানসোলের সাংসদ বিহারী বাবুকে আসানসোলবাসী বাঙ্গালী বাবু করে দিয়েছেন। সোনাক্ষী সিনহা আসানসোল শহরে এসে জনমানবের ঢল দেখে আপ্লুত তিনি শোরুমে সামনে মঞ্চে নেচে উপস্থিত জনগণের মনোরঞ্জন করলেন।

বিতর্কিত শোরুম খোলার সম্বন্ধে মন্তব্য করতে নারাজ কর্ণধার।

বুধবার আসানসোলের মুরগাসোলে দেশের বৃহত্তম স্বর্ণ অলঙ্কার ব্যাবসায়িক প্রতিষ্ঠান কল্যান জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামকরা চিত্র তারকা সোনাক্ষী সিনহা। কল্যান জুয়েলার্সের উদ্বোধন অনুষ্ঠানে এসে সোনাক্ষী সিনহা অভিভূত তিনি উপস্থিত দর্শকদের নাচিয়ে গেলেন। কল্যান জুয়েলার্সের ডাইরেক্টর রমেশ কল্যানরমন জানান কল্যান জুয়েলার্সের ভারতে তৃতীয় শোরুম, প্রথম শোরুম খোলা হয় মুম্বাইয়ে, দ্বিতীয় পুরুলিয়াতে এবং তৃতীয় শোরুম আসানসোল শহরে খোলা হয়েছে তিনি আশা করেন আসানসোলবাসীকে কল্যান জুয়েলার্সের পক্ষ থেকে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবেন। কল্যান জুয়েলার্সের বিতর্কিত জমি নিয়ে কোন মন্তব্য করতে নারাজ কর্ণধার রমেশ কল্যানরমন।