পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আগামী ডিসেম্বর মাসে আসানসোল পোলো গ্রাউন্ডে বার্ণপুরের বালাজী মন্দিরের পক্ষ থেকে ১০৮ জন কুমারীর বিবাহ দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসানসোল পোলো গ্রাউন্ডে উপস্থিত হয়ে বালাজী ধামের  পক্ষ থেকে গণ বিবাহ অনুষ্ঠানের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে দিলীপ দাস ত্যাগী এবং নরসিংহ বাঁধের বালাজী ধামের সন্তোষ ভাই জানান বিগত প্রত্যেক বছর বালাজী ধামের পক্ষ থেকে গণ বিবাহের আয়োজন করা হয় এই বছর বালাজী ধামের ২৫ বছর পূর্তী উপলক্ষে অমৃত মহোৎসব প্রকল্পের অধীনে ১০৮ জন কুমারীর গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙ্গালী, বিহারি ও মারওয়ারী ধর্মাবলম্বী মানুষদের কুমারী মেয়েদের গণ বিবাহ অনুষ্ঠানে দেশের সুপ্রসিদ্ধ সাধুরা উপস্থিত হয়ে দম্পতিদের বিবাহ দেবার পর তাদের আশীর্বাদ করবেন। আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে ইচ্ছুক কন্যাদের অভিভাবক নাম দিতে পারবেন।