পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার বিকালে বার্ণপুরের দামোদর নদীর তীরে দুটো ছট ঘাটের পরিচ্ছন্নতা পরিদর্শনে যান আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং স্যানিটেশন দপ্তরের মেয়র পরিষদের সদস্য মানস দাস এবং পৌরনিগমের বিভিন্ন আধিকারিকরা। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান আসানসোল শিল্পাঞ্চলের যেসকল ছট ঘাট আছে তারমধ্যে বার্ণপুরের দামোদর নদীর তীরে নেহেরু পার্কের পেছনে এবং ভূতাবূড়ী মন্দিরের কাছে দুটো ছট ঘাট প্রসিদ্ধ এখানে অনেক পূণ্যার্থী পূজা দিতে আসেন। ছট ঘাট গুলোর পরিস্কার পরিচ্ছন্নতা কাজের পরিদর্শনে স্যানিটারী দপ্তরের মেয়র পরিষদের সদস্য মানস দাস সহ পৌরনিগমের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এসেছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন।