বারাবনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার / ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ

পাবলিক নিউজ আসানসোল :– বিজেপির মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার কান্ড ঘটলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার ইটাপাড়া খোলামুখ খনি বা ওসিপি এলাকায়। খোলামুখ কয়লাখনিতে কাজ করা কর্মীদের অধিকার সহ একাধিক দাবিতে বিজেপির ডাকা এদিনের এই মিছিল ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দেওয়ার ব্যারিকেড আমডিহা মোড়ে বিজেপির নেতা ও কর্মীরা ভাঙ্গার চেষ্টা করে। যা নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে মনু রায় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও পুলিশের তরফে লাঠিচার্জ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।


বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোন গন্ডগোল না হয়, তারজন্য এলাকায় আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো।
এদিন পূর্ব ঘোষণা মতো বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় ইটাপাড়া মোড়ে পেট্রোল পাম্পের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেডে আটকে যায়। তখন সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির নেতা ও কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ব্যারিকেড ধরে, বিজেপির ধাক্কা আটকানোর চেষ্টা করেন। এখানে বিজেপির অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, যার ফলে বেশ একজন আহত হয়েছেন।
তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছেন এসিপি (হিরাপুর)। তিনি বলেন, এই এলাকায় কোন খনি অফিস নেই। তা না থাকায় খনি কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি। বলা হয়েছে, সালানপুরে অফিস আছে। তারা যেন সেখানে যান। শুধু মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু যা করার তা করা হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এর আগেও বিজেপি আন্দোলন করেছে। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়তে হয়েছে। এবারও আমরা ঘোষণা করেছিলাম যে শ্রমিকদের দাবি নিয়ে মিছিল করা হবে ও এবং খনি কর্তৃপক্ষের কাছে দাবি সহ স্মারক লিপি তুলে দেওয়া হবে। তারা বলেন, এই মিছিলের মধ্য দিয়ে বারাবনির মানুষের কাছে দলের সংগঠনের শক্তি দেখানো ও শ্রমিকদের পাশে থাকার যে অঙ্গীকার ছিলো, তা পৌঁছে দেওয়া গেছে। আমরা সালানপুরে খনি অফিসে স্মারক লিপি দিয়েছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts