







পাবলিক নিউজ মনোজ শর্মা বারাবানি:— আসানসোলে বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েতের মোলডাঙ্গা গ্রাম থেকে মেন রাস্তা পর্যন্ত তৈরি করা হচ্ছে। ২৪০ মিটার ঢালাই রাস্তার শনিবার উদ্বোধন করা হয়। এই রাস্তা তৈরিতে ব্যয় হবে ১০ লক্ষ টাকারও বেশি। এদিন নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং।
এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়, দোমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মলয় মন্ডল, পঞ্চায়েত সদস্য শক্তি দাস, গোলাম মোর্তাজা ও বারাবনি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তাপস ঘোষ।
জানা গেছে, রাজ্য সরকারের পিসিসি দপ্তরের ফান্ড থেকে এই রাস্তা তৈরির অর্থ বরাদ্দ করা হয়েছে।







Leave a Reply