

পাবলিক নিউজ মনোজ শর্মা বারাবানি :–আসানসোলের বারাবনির জামগ্রাম পল্লী উন্নয়ন সমিতির সভাকক্ষে শনিবার ইসিএলের সালানপুর এরিয়ার সহযোগিতায় জামগ্রাম পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এক অনুষ্ঠানে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরিয়ার এজেন্ট স্বরূপ কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএম মান্না, অমিতাভ চক্রবর্তী ও গৌরান্ডী কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার আশুতোষ কুমার।
ষষ্ঠ বর্ষের এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ১০০ জন চোখ দেখাতে এসেছিলেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।













Leave a Reply