বন্ধ রি ফ্যাক্টরী সিল করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

পাবলিক নিউজঃ প্রকাশ দাস আসানসোল কুলটি:-আসানসোলের কুলটির নিমতলা এলাকায় একটি বন্ধ রি ফ্যাক্টরী সিল করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোলকাতা শাখার উদ্যোগে একটি ফ্যাক্টরী সিল করে নিজেদের দখলে নিল।যদিও কি কারণে এই ফ্যাক্টরী সিল করা হল তা নিয়ে কোনো মন্তব্য করেননি ব্যাঙ্ক কতৃপক্ষ।তবে বর্তমানে ঐ ফ্যাক্টরী লিজে নেওয়া আধিকারিক বলেন বর্তমানে এই কারখানা বন্ধ রয়েছে।মেরামতির কাজ চলছে।হঠাৎ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে এই ফ্যাক্টরী সিল করে দেয়।সময় চাওয়া হয়েছিল কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সময় দেয়নি।যদিও বর্তমানে লিজ নেওয়া ট্রেডিং কোম্পানির মালিক বিজয় জৈন বলেন ২০০৫ সাল থেকে আমি এখানে থেকে ব্যবসা করি।আমি আবেদন করি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো কথা শোনেনি,তালা লাগিয়ে দেয়।ঋণ নেন কল্যানেশ্বরী মেটেল প্রাইভেট লিমিটেড নামক কর্তৃপক্ষ।তবে এই ব্যাপারে উচ্চ আদালতে মামলা করার কথা বলেন।যদিও ব্যাংক কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে এড়িয়ে যান কিছুই বলতে চান না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts