

পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোলের দূর্গামন্দিরের বাসিন্দা প্রীতম মজুমদার মোবাইল কিনে লাখপতি হয়ে গেলেন। কল্যানপুরের বেসরকারি কোম্পানির কর্মী প্রীতম মজুমদার একটা নতুন মোবাইল কেনার পর দশ লক্ষ টাকার নগদ পুরস্কার জিতে নিলেন। তিনি জানান তিনি নতুন মোবাইল কেনার পর সুইচ অন করার পর তিনি বুঝতে পারেন তার ফোনে কোন পুরস্কার আছে তিনি প্রথমে ভেবেছিলেন সোনার কয়েন হবে পরে তিনি জানতে পারেন কোম্পানি তাকে দশ লক্ষ টাকার নগদ পুরস্কার দিয়েছেন যা তার পক্ষে অকল্পনীয়। আসানসোল রাহালে অন্তর্গত আড্ডা মারকেটের কাছে কম্পিউটেক দোকান থেকে মোবাইল কেনার পর লকপত্তি হলেন




Leave a Reply