

আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:- সোমবার দুপুরে দূর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন দূর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের সহধর্মিণী পুনাম আজাদ। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্দ দূর্গাপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহল। বিগত লোকসভা নির্বাচনের সময় অসুস্থ শরীর নিয়ে স্বামী কীর্তি আজাদের সাথে হুইল চেয়ারে বসে বিভিন্ন জায়গায় প্রচারে গেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল সম্প্রতি তিনি দূর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা চলছিল। নির্বাচনের পর বিভিন্ন দলীয় কার্যক্রমে ও অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তার মৃত্যুর খবর পেয়ে দূর্গাপুরের মহকুমাশাসক অর্ঘপ্রসূন কাজি, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিসদের চেয়ারম্যান কবি দত্ত, দূর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃত্বরা বেসরকারি হাসপাতালে পৌঁছে তাকে শ্রদ্ধা জানান। তাঁর শেষকৃত্য মঙ্গলবার দূর্গাপুরের বীরভানপুর শ্মশানে সম্পন্ন হবে বলে জানান হয়েছে।

Leave a Reply