

পাবলিক নিউজঃ কাঁকসা:প্রতি বছরের মত এবছরও কাঁকসার বিরুডিহা লাল বাবা আশ্রমে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়।এদিন আশ্রমে তিথি মেনে নবমীর পুজোর সাথে শুরু হয় কুমারী পূজা।পুজোর অনুষ্ঠান শেষ হয় দুপুর ৩টে নাগাদ।তবে এই আশ্রমে কুমারী পূজা হয় ৫জন কিশোরীর।স্থানীয়রা জানিয়েছেন বহু বছর ধরে এই আশ্রমে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়।তার সাথে এই আশ্রমে প্রথা মেনে এক সাথে ৫কুমারী পুজোর আয়োজন করা হয়।যা দেখতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে ভিড় জমান।



