

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী বাবাবনি:– বৃহস্পতিবার রাত্রে বারাবনি থানার আসানসোল গৌরান্ডী যাবার রাস্তায় এক পুলিশ গাড়ী সরাসরি চারচাকার অটোকে ধাক্কা মারলে অটো চালক সহ আরো দুজন যাত্রী আহত হয় তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় আসানসোল থেকে গৌরান্ডী দুজন যাত্রীকে নিয়ে একটা চারচাকার জিও অটো যাবার সময় লালগঞ্জ মোড় এলাকায় উল্টোদিক থেকে আসা একটা পুলিশের গাড়ী দ্রুতগতিতে এসে অটোকে ধাক্কা মারলে অটোতে থাকা যাত্রী বালিয়াপুর গ্রামের বাসিন্দা ৪৫ বছরের শিবু দাস, অটো চালক ৩০ বছরের পাপ্পু শেখ গৌরান্ডী গ্রামের বাসিন্দা এবং সাধন চক্রবর্তী আহত হয়, তিনজনের মধ্যে সাধন চক্রবর্তীকে আসানসোল হেল্থ ওয়ার্লডে ভর্তি করা হয় এবং বাকি দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের গাড়ীর ধাক্কায় অটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোতে প্রায় অনেক্ষন রাস্তা দিয়ে যাতায়াত করতে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবার থেকে গৌরান্ডীতে মহিলাদের খোখো প্রতিযোগিতা শুরু হওয়ায় পুলিশের গাড়ী পুলিশ কর্মীদের গৌরান্ডীতে পৌঁছে ফেরার সময় বালিয়াপুর মোড়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে আহত অবস্থায় তাকে দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তারপর পুলিশের গাড়ী লালগঞ্জ মোড়ে জিও অটোকে ধাক্কা মারলে অটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,এলাকাবাসীরা পুলিশের গাড়ীকে আটক করে রেখেছে।






Leave a Reply